কচুয়ায় পুষ্টি বিষয়ক সেমিনার

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:২৯ পিএম, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ৮৪৭

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিত্য়া “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া- এর আয়োজনে ২৩ এপ্রিল ২০২২ তারিখ থেকে ২৯ এপ্রিল ২০২২, ০৭ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ এপ্রিল) সকালে কচুয়া উপজেলায় “জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২” উপলক্ষ্যে প্রবীন শিক্ষক,সরকারী/বেসরকারী কর্মকর্তা/কর্মচারী,চিকিৎসক,মুক্তিযোদ্ধা,প্রবীন সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমান,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিশংকর পাইক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামচুল হক সহ ৭ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন ক্রেইন প্রকল্পের কচুয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাহফুজা আক্তার মনি,ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ শরিফুর রহমান,আল আমিন,তানিম গাজী,মোঃ নাসির মাহমুদ,মোসাঃ নুসরাত জাহান,মোসাঃ তাসলিমা বেগম এবং রানা হাওলাদার।


২৩ এপ্রিল শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্তি হবে। উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিতায় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত