ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সাধারন সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:০৫ পিএম, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ৩৭৫

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম তম সাধারন সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকাল ৪টায় শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি শিক্ষাবিদ অমিত রায় চৌধুরী’র সভাপতি সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বপন দাশ।


অধ্যক্ষ বটু গোপাল দাস এর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ দেব দুলাল বাসু চম্পক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, শিক্ষক সমিতির নেতা নিখিল চন্দ্র দাশ, মল্লিক আব্দুর সাত্তার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।

সভায় বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখকে ফাউন্ডেশনের সদস্য সচিব নির্বাচিত করে তা অনুমোদন করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দীন মোহম্মদ সায়েদীন এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত