বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স দিবস পালিত

“সেবা আমাদের পেশা নয়, সেবা আমাদের আনন্দ”

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২০ পিএম, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ৬০০

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। “সেবা আমাদের পেশা নয়, সেবা আমাদের আনন্দ” শিরোনামে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সেবা ইনিষ্টিটিউট এবং নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ সেবা ইনিষ্টিটিউট মিলানায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

বাগেরহাট এনটিসির তত্ত্বাধায়ক মোছা: মনোয়ারা আনছারির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার।

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন, সদর হাসপাতালের কনসালট্যান্ট ডা: সাঈদ আহম্মেদ, ডা: শাহনেওয়াজ, ডা: ইসকান্দার আলম, আরএমও ডাঃ কাজী আহসান হাবিব, নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ আরিফা খাতুন, বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, নার্সিং অফিসার হেমলতা সরকার, লাভলী আক্তার, খারিদা আক্তার, রীনা আক্তার, শ্যামলী বিশ্বিাস, নুরুন্নাহার কচি, সেলিমা বেগম, মোসা: সামছুন্নাহার, মাহমুদা আক্তার, রেশমা আক্তার, ইতি সমাদ্দার, মনিরা খাতুন, সাকিল আহম্মেদ, বৃষ্টি দত্ত প্রমুখ।

অনুষ্টান সঞ্চালনা করেন, সোমাইয়া ইসলাম ও ঝিমি আক্তার। সভায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।“ স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বেও বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিংখাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুণ’’ প্রতিপাদ্যে বক্তারা বলেন, নির্মোহ থেকে আন্তরিকতার সাথে রোগীর সেবা করাই নার্সের কর্তব্য। মহান এ পেশার আরও উন্নতির জন্য রোগী অনুপাতে নার্স নিয়োগের পাশাপাশি উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ খুবই প্রয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত