মোল্লাহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৩ পিএম, বুধবার, ১৮ মে ২০২২ | ৪০৮

মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুর ১২ টায় উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উদ্বুদ্ধকরণ সভা হয়।


উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান ও সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।


ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ মারুফ মোল্লা, মোঃ সিরাজ ও মোঃ ইউসুফ মোল্লা, মৎস্য চাষীদের মাঝে শাহাজাহান জমাদার, শহিদুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত