বেতাগায় পানি ব্যবস্থাপনা সমিতির ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:০৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ | ৩১৯

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর আয়োজনে প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৪টায় বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর সার্বিক সহযোগীতায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনন্দ কুমার দাশ এর সভাপতিত্বে স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি বাগেরহাট এর নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা এসএম আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী (পানি সম্পদ) মোহাম্মদ মিনহাজুল ইসলাম মেহেদি, ফকিরহাট উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক শ.ম মুস্তাফিজুর রহমান (হাফিজ) ও কোষাধ্যক্ষ পরিমল কুমার দাশসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত