রামপালের ডাকরা গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলন

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৭:১৬ পিএম, শনিবার, ২১ মে ২০২২ | ৪৬৯

৭১ এর ২১ মে'র এই দিনে রামপালের ডাকরার বধ্যভূমিতে পাকিস্তানের দোসর রাজাকাররা নির্মমভাবে গুলি করে প্রায় সাড়ে ৬ শতাধিক নিরীহ নারী পুরুষকে হত্যা করা হয়। নিহতদের স্মরণে ডাকরা বধ্যভূমিতে প্রতি বছরের ন্যায় এবারও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
শনিবার সকাল ১০ টা মুক্তিযোদ্ধা কমান্ডার অতীন্দ্রনাথ হালদার দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পিসি রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ বাকচী, সাবেক রবীন্দ্র নাথ মন্ডল প্রমুখ। এ সময় ডাকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সন্ধায় রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও তাদের আত্মার শান্তি কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল।
এ বিষয়ে ডাকরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভের জমিদাতা পিসি রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৫০ বছর পার হলেও শহীদদের তালিকা করা হয়নি। তিনি দ্রুত তালিকা করে শহীদদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জোর দাবী জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত