ফকিরহাট আট্টাকা স্কুল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪৮ পিএম, মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ৪৩৩

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ স্কুল পর্যায়ে ফকিরহাটের ঐতিহ্যবাহী আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান সহ জেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর সাথে সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিভিন্ন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, বিদ্যালয় এসএমসির সভাপতি বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত, বিদ্যোৎসাহী সদস্য মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, সাধারন শিক্ষক সদস্য দুলাল কুমার মন্ডল, মো. মাহমুদুল ইসলাম, শামিমা সুলতানা, অভিভাবক সদস্য আব্দুলাহ আল ফারুক, মো. আমিনুর ইসলাম, ফকির দাউদ হায়দার বাবু, শেখ আ. ছালাম প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত