থ্রি-হুইলার  বন্ধে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪৬ পিএম, মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ১২৫১

খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ চেকপোষ্টের মাধ্যমে ব্যাপক অভিযান পরিচালনা করছেন। যারই অংশ হিসাবে তারা মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করেন।


কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী’র নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কিছু যানবাহনে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদেরকে বিভিন্ন ধারায় মামলা ও কয়েকটি যানবাহন আটক করেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসান আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন পুলিশ সদস্যবৃন্দ।

এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা বেশ আগে থেকেই থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। যারই অংশ হিসাবে আজ মঙ্গলবার আমরা এখানে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত