পারশে পোনা শিকারের দায়ে

মোংলায় ১৮ জেলে আটক

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৬:০৭ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৮৮১

নিষেধাজ্ঞা অমাণ্য করে পারশে পোনা ধরার অপরাধে ১৮ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার সকালে মোংলার পশুর নদীর থেকে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশনের বনরক্ষীরা তাদের আটক করে। তাদের বাড়ি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় বলে জানা গেছে। এসময় ৬০ কেজি পারশে পোনাসহ দুটি ইঞ্জিন চালিত ট্রলারও জব্দ করেন তারা।


ঢাংমারী ষ্টেশনের দায়িত্বরত কর্মকর্তা (এসও) মোঃ আবুল কাশেম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ভোলার নদীতে পারশে পোনা শিকার করে এসব জেলেরা খুলনার কয়রায় যাচ্ছিল। সকালে ঢাংমারী এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকায় তাদের আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। আইনগত ব্যবস্থা নিতে পরবর্তীতে আটক জেলেদের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।


রেঞ্জ কর্মকর্তা (এসও) কামরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুন্দরবনের অভ্যান্তরে সকল প্রকার মাছের পোনা শিকার নিষিদ্ধ। তাই নিষেধাজ্ঞা অমাণ্য করে যেসব জেলেরা মাছের পোনা শিকার করবে তাদের বন আইনে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, আজ এ ব্যাপারে বন আইনে একটি ক্ষতিপূরন মামলা করা হয়েছে। আর জব্দকৃত মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত