১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মোরেলগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৬:২০ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৬৬১

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম মিজানুর রহমান বাবুল এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে এবং এলজিএসপি কর্মসূচি ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্ধকৃত অর্থ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার। বক্তব্য রাখেন, কেকে পোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার এনছান উদ্দিন, বর্শিবাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান, কে কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিয়া খানম, সহকারী শিক্ষক একরামুল খান, ইউপি সদস্য এসএম মশিউর রহমান, আলী আক্কাস , সুভাঙ্কর হালদার, শাহজাহান মাঝি, ইউপি সদস্য কৃষ্ণা রানী,বিপ্লব কান্তি প্রমুখ।


ইউনিয়নের পার কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বর্শিবাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্শিবাওয়া কেজে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুবুনিয়া বালিকাসরকারি প্রাথমিক বিদ্যালয়, কেকে পোলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্শিবাওয়া জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কেবি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৯টি বিদ্যালয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মাষ্টার মনিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত