বাগেরহাটে হলদে পাখি কার্যক্রম বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:২৩ এএম, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | ৪৯৫

বাগেরহাট জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্লসগাইড এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরের বহুমুখী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদ, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোর্শেদ, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল প্রমুখ।


বাংলাদেশ গার্লসগাইড এ্যাসোসিয়েশনের বাগেরহাট জেলা কমিশনার ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। কর্মশালা শেষে বাংলাদেশ গার্লসগাইড এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কৃষ্ণচুড়া গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত