বাগেরহাটে স্বত:স্ফুর্ত রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২৫ পিএম, শুক্রবার, ১ জুলাই ২০২২ | ৬৭২

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে জেলাব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (০১জুলাই) দুপুরে ৪’শ বছরের ঐহিত্যবাহী যাত্রাপুর লাউপালা শ্রী শ্রী গোপাল জীউর মন্দিরে, কাড়াপাড়া ইস্কন মন্দিরে এবং ৬’শ বছরের পুরাতন কচুয়া উপজেলার শিবপুর শিবমন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার কে.এম আরিফুল হক (পিপিএম) ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাব্বেরুল ইসলাম।


এসময় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ, অমিত রায়, বাবুল সরদার, এ্যাড: মিলন ব্যানার্জী, অবনীশ চক্রবর্ত্তী, চিত্ত রঞ্জন মিত্র, হায়দার আলী মোড়ল, রতন কুমার দাস, প্রাণ গোপাল, বিষ্ণু পদ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, সোমনাথ দে, শীল গৌতম কুমার, গোবিন্দ হালদার, বিকাশ চন্দ্র দত্ত, অঞ্জনা চক্রবর্তী, সুখদেব প্রমুখ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে রথযাত্রা উৎসবে স্বত:স্ফুর্ত হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।


রথযাত্রা উপলক্ষে পূজাঅর্চনা, গীতাপাঠ, হোমযজ্ঞ, জঘন্নাথ লীলামৃত মাঠ, বৈদিক চলচ্চিত্র্র প্রদর্শনী, ভজনকৃর্ত্তন, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথটানের শুভ সূচনা হয়। আর এ রথযাত্রায় অংশ নিতে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়েছে মন্দির প্রাঙ্গন। নয়দিন পর ৯জুলাই শনিবার জগন্নাথ দেবের উল্টো রথটান হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত