বাগেরহাটে মহিলা পরিষদের জেলা সম্মেলন, সীতা সভাপতি ও রিজিয়া সম্পাদক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১৮ পিএম, শুক্রবার, ১ জুলাই ২০২২ | ৪৬২

নানা আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার ১২ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকালে পুরানো শিল্পকলা একাডেমি চত্তরে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এডভোকেট মাকসুদা রেহানা রোজী। পরে শিল্পকলা চত্তর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি চত্তরে শেষ হয়।

র‌্যালী শেষে অডিটোরিয়াম মিলনায়তনে এ্যাডভোকেট সীতা রানী দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এডভোকেট মাকসুদা রেহানা রোজী, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা, সুপ্রিম কোর্টের আইনজীবী সবুর হোসেন, মহিলা পরিষদের সাবেক সভাপতি ফরিদা রহমান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে সীতা রানী দেবনাথকে পুনরায় সভাপতি ও রিজিয়া পারভীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত