মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১২:১৫ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ১২৩২

মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কান প্রতিযোগীতা, ভিডিও প্রদশর্ণী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে কেক কাঁটা, র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক একে ফরিদী, মো. ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুজ্জামান নাসির, হরিচাঁদ কুন্ডু প্রমুখ।

মোরেলগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল কাদের, ভারত চন্দ্র সরদার ,জাকির হোসেন, কানাই লাল বসাক প্রমুখ।

উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বক্তৃতা, ভিডিও প্রদর্শণী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার, সহকারী প্রধান শিক্ষিকা সায়লা পারভীন।

অপরদিকে এইচভিএস হাজী দাখিল মাদ্রাসায় দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সুপার মাওলানা আব্দুল লতিফ শেখ, জাহিদুল ইসলাম।

বিএসএস দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপার মাওলানা মোঃ অহিদুজ্জামন, সহ-সুপার হাফেজ মুঈনুদ্দিন হিরু।

বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আমীর হোসেন শিকদার, সহকারী প্রধান শিক্ষক নূরুজ্জামান শেখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত