মোল্লাহাটে জাতীয় যুব দিবস উদযাপন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩১ পিএম, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ | ৩০৬

"প্রশিক্ষিত যুব, উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপিত হয়েছে। মোল্লাহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে (১ নভেম্বর) মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে এ দিবস উদযাপন করা হয়।



দিবসটি উদযাপনে সকাল ১১টায় বিশাল এক র‍্যালি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর একই স্থানে দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনা সভা হয়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশিক্ষিত যুব পুরুষ-মহিলাদর মাঝে সনদ ও যুব ঋনের চেক প্রদান করা হয়।



উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস, অধ্যাপক কামরুল হাসান (রাসেল), ফরেষ্টার অমল কৃষ্ণ বাইন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার উদ্দিন ও মনিরুজ্জামান শেখ, মোঃ রবিউল আলম প্রমূখ।



অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত