বাগেরহাটে মেডিক্যালের ৩ শিক্ষার্থীকে বৃত্তি ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪৩ পিএম, রোববার, ২৭ নভেম্বর ২০২২ | ৪০৬

বাগেরহাটে ‘সুলভ স্বপ্ন সংসদের’ উদ্যোগে মেডিক্যালের ৩ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাডভোকেট রেজাউল করিম-এর ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুরে বাগেরহাট সিপিবি কার্যালয়ে জেলা সিবিবির সভাপতি এ্যাড: তুষার কান্তি বসুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট সিপিবির সাবেক সভাপতি কমরেড এ্যাডভোকেট রেজাউল করিম-এর স্মরণসভায় তাঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য দেন, প্রবীণ জননেতা কমরেড কাজী সোহরাপ হোসেন, মানিকলাল মজুমদার, সরদার আনসার উদ্দিন, তুষার কান্তি দাস, ফররুখ হাসান জুয়েল, জাকির হোসেন, পঙ্কজ রায়, বাবুল সরদার, আব্দুল্লাহ বনি, রুমান মাহামুদ, মঞ্জুরুল আলম মিনার ও কমরেড রেজাউল করিমের সহধর্মীনী শিক্ষিকা পেয়ারা বেগম।


এরপর ছাত্র ইউনিয়নের সাবেক নেতা অকাল প্রয়াত শাহরিয়ার হাসান সুলভ স্মরণসভা ও বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত ৩ মেডিক্যাল শিক্ষার্থী হলেন, শুল্কা চিন্তাপত্র, রাকিবুল ইসলাম রিহাব ও সজিব মন্ডল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত