বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:১৩ পিএম, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ | ৪১৯

বাগেরহাটে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব।

অন্যান্যদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন, সনাক সদস্য ফিরোজা নাসরিন ডলি, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাকিম বিল্লাহ, প্রভাত হালদার, মোসা. মারজান খানম, মোসা: রাজিনা খানম, ইয়েস দলনেতা শারমিন আক্তার প্রিয়া প্রমুখ। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ৪নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ, ওয়াশব্লক, সীমানা প্রাচীর, শিক্ষক ঘাটতি পূরণ, নিয়মিত মা সমাবেশ আয়োজন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ইত্যাদি।


এছাড়া টিআইবি’র নতুন প্রকল্প প্যাকটায় প্রাথমিক শিক্ষাখাতে সনাকের কার্যক্রম ও কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সনাক ও টিআইবি’র কার্যক্রম প্রশসংনীয়। এসময় তিনি বেশী সংখ্যক প্রতিষ্ঠান নিয়ে কাজ করার জন্য সনাককে পরামর্শ দেন। এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাকের কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত