বাগেরহাটে প:প: অধিদপ্তরের দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | ৪৯৪

“উন্নত বাংলাদেশ গড়তে মানবসম্পদ উন্নয়নের কোন বিকল্প নেই। এজন্য পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশরে গর্ভরোধ, কিরশার-কিশোরিদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন ও জেন্ডার সচেতনতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা খুবই জরুরী।”


পরিবার পরিকল্পনা আইইএম ইউনিট-এর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আকিব উদ্দিন। ডা: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সন্মানিত অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ ককসী, এডিএফপি দিলদার হোসেন, এডিসিসি ডা: আব্দুল মান্নান সেখ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: অলিয়ার রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট ফাউন্ডেশনের সম্পাদক আহাদ হায়দার, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, জেলা বিবাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মো: আবু হানিফ, সদর উপজেলার সভাপতি মো: শামীম এহসান, শিক্ষিকা আমাতুল হাফিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত