বাগেরহাটে রোগী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫৬ পিএম, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ | ৩৩২

প্রচন্ড শীতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা হাসপাতালে গিয়ে এই কম্বল বিতরণ করেন। পরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপরিচালক মো.শাহীনুজ্জামান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। সকল ছিন্নমূলদের এভাবে কম্বল দিলে তাদের শীতের কষ্ট কিছুটা কমবে বলে জানান স্থানীয়রা।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার হঠাৎ শীত জেকে বসেছে। একারনে প্রচ- শীতে সড়কের পাশে ও বিভ্ন্নি স্থানে আশ্রয় নেয়া মানুষ কষ্ট পাচ্ছে, এ বিষয়টি জানতে পেরে সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। অসহায়দের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত