মোরেলগঞ্জে ৩৮৫ কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এ প্লাস ক্যাপসুল

মোরেলগঞ্জে প্রতিনিধি

আপডেট : ০১:০৯ এএম, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | ৩২২

মোরেলগঞ্জে এবার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সাড়ে ৩৩ হাজার শিশুকে। শতভাগ লক্ষ অর্জনের জন্য সোমবার বেলা ৮টা থেকে ৩৮৫টি কেন্দ্রে টিকা খাওয়ানোর কাজ শুরু করেছেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সেচ্ছাসেকরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, মোরেলগঞ্জে ১১ মাস বয়সী ৩ হাজার ২৮০ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ২৪২ জন শিশুকে ভিন্ন ভিন্ন রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। লক্ষ্য বাস্তবায়নের জন্য ৩৮৫টি কেন্দ্রে ৭৭০জন স্বেচ্ছাসেবকসহ কর্মকর্তারা কাজ করছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত