চিতলমারীতে প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১২:১৬ এএম, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | ৩২৮

চিতলমারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক (২৪/৭) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাতৃস্বাস্থ্য, এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।


চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, বাগেরহাট পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মোঃ দিলদার হোসেন, চিকিৎসক মোঃ আব্দুল মান্নান শেখ, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক মোঃ মামুন হাসান এবং থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রুপক হীরা। অভ্যর্থনায় ছিলেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার তৃপ্তি লতা রায়, ফার্মাসিষ্ট মোঃ হান্নান ও অফিস সহকারী মোঃ আবু হানিফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত