ফকিরহাটের কাহারডাঙ্গা রাঁধা-গোবিন্দ মন্দিরে নামযজ্ঞানুষ্টান মঙ্গলবার শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১২:১৮ এএম, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | ২৭৫

ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন সার্বজনীন নামযজ্ঞ কমিটির উদ্যোগে ১৬প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টান মঙ্গলবার ও বুধবার (২৮ফেব্রুয়ারি ও ০১মার্চ ২০২৩) ঐতিহ্যবাহী কাহারডাঙ্গা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির যজ্ঞভূমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


উক্ত তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টানে মহানাম সুধা পরিবেশ করবেন বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, নড়াইলের গৌর গদাধর সম্প্রদায়, খুলনার অষ্ট সখী সম্প্রদায়, বাগেরহাটের যুগল গোপাল সম্প্রদায়, খুলনার শচীমাতা সম্প্রদায় ও বাগেরহাটের রাঁধা গোবিন্দ সম্প্রদায়।


মন্দিরে সেবাইত্ব করবেন অলোকনাথ গোস্বামী। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টানে সকল ভক্তবৃন্দদের যথাসময়ে উপস্থিত থেকে মহানাম শ্রবনের জন্য নামযজ্ঞ কমিটির পক্ষ হতে সভাপতি শিবপদ কুন্ডু, সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ ও কোষাধ্যক্ষ রতন বকসী সকলের প্রতি বিনীত আহবান করেছেন। সরকারি বিধি নিষেধ মেনে সকল কার্যক্রম পরিচালিত হবে বলেও তাঁরা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত