রামপালে হিটস্ট্রোক রোগীদের জন্য "আমাদের গ্রাম" প্রকল্পের হটলাইন চালু

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ১০:১২ পিএম, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | ৫০২

রামপালে "আমাদের গ্রাম" ক্যান্সার কেয়ার প্রকল্পের পক্ষ থেকে বিনামূল্যে হিটস্ট্রোক রোগীদের স্বাস্থ্য সেবায় চব্বিশ ঘণ্টার হট লাইন চালু করেছে। মঙ্গলবার উপজেলার সড়কগুলিতে মাইকিং করে হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। "আমাদের গ্রাম" ক্যন্সার কেয়ার প্রকল্পের সমন্বয় কমিটির সদস্য শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র গরমে হিটস্ট্রোক রোগীদের করণীয় ও তাদের পরামর্শ প্রদানের জন্য বিনামূল্যে মোবাইল ফোনের হটলাইন চালু করা হয়েছে।
কোন ব্যক্তির হিটস্ট্রোকের লক্ষ্মণ দেখা দিলে সাথে সাথে আমাদের ০১৭৩০-০১৩৭০৫ বা ০১৭৩০-০১৩৭০৬ নম্বরে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার সুযোগ গ্রহণের অনুরোধ করেছেন। উল্লেখ্য, আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার সেন্টার দীর্ঘ দিন ধরে ক্যান্সার, মাতৃ স্বাস্থ সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত