নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বেকারি মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৪৪ এএম, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩ | ৩৬২

বাগেরহাটে নোংরা পরিবেশ ও খাদ্যপণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় রুনা ঢাকা বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ( ৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারে ওই বেকারিতে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। বেকারির মালিক হাসান সরদার জরিমানার টাকা নগদ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বেকারিটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, রুটি,কেকসহ উৎপাদিত অন্যান্য বেকারি পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছিল না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় রুনা ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত