চিতলমারীর এক কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়ে !

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:৩২ পিএম, বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ৩০১

চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ জন ছাত্রী ফেসবুকে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেছেন। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা এ তথ্য উপাস্থাপন করেন। তিনি এটাকে স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোচিং সেন্টার চলাকে দায়ী করেছেন। এ ঘটনায় অভিভাবক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।


বুধবার (৩০ আগস্ট) বিকেলে মুঠোফেনে অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা জানান, অভিভাকদের অসচেতনার কারনে জুলাই ও আগষ্ট মাসে ফেসবুক ব্যাবহার করে তাঁর কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। এরা প্রায়ই অপ্রাপ্ত বয়স্ক। এ ব্যাপারে তিনি অভিভাকদের সচেতন হওয়ার অনুরোধ করেন।

সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত