শারদীয় দূর্গা পূজার  প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক 

কচুয়া প্রতিনিধি 

আপডেট : ১২:৪২ এএম, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ | ৪৫৯

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। রবিবার সন্ধ্যায় তিনি কচুয়া উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও প্রস্তুতির বিষয়ে খোজ খবর নেন।

পরিদর্শন কালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভ’মি) মো.জাকির হোসন,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড.দিলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা সহ বিভিন্ন মন্দিরের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ বছর উপজেলার ৭টি ইউনিয়নে ৪৪ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। কচুয়া সদর ইউনিয়নে ৫টি, গোপালপুরে ২টি, মঘিয়ায় ৯টি, বাধালে ৬টি, রাড়ীপাড়ায় ১৩টি, গজালিয়ায় ৭টি ও ধোপাখালীর ২টি মন্ডপে পুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত