চিতলমারীতে সমবায় দিবসে চুয়াল্লিশ নারীকে চেক প্রদান 

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১১:৪৩ পিএম, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ | ২৬২

‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সহজ শর্তে ৪৪ জন সমবায়ী নারীকে একলাখ টাকা করে মোট ৪৪টি চেক প্রদান করা হয়। দিবসটিকে ঘিরে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।


এ সময় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, মহিলা বিষয়ক কর্তকর্তা মোঃ হাফিজুর রহমান, সোনালী ব্যাংক চিতলমারী শাখার ব্যাবস্থাপক কল্যান আশিষ দত্ত ও সমবায়ী লতিকা রাণী বাড়ই।


সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমবায়ী সদাই মন্ডল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত