মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১১:৪৯ পিএম, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ | ২৯২

"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই শ্লোগানের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবয়ীবৃন্দের আয়োজনে ৪ নভেম্বর এ দিবসটি উদযাপিত হয়।



দিবসটি উদযাপনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক র‍্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।


সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, এজিএম পল্লী বিদ্যুৎ মোঃ মাহফুজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।



স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত