চিতলমারী মাদ্রাসা’র ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিল

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:২০ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ | ২৭১

চিতলমারীর ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসা’র ৫৪তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিবছর তিনদিন ব্যাপী ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হলেও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ বছর দুইদিন ব্যাপী ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হবে। তাই ১২ নভেম্বরের ওয়াজ মাহ্ফিল বন্ধ থাকবে। ৫৪তম বার্ষিক এ ওয়াজ মাহ্ফিলের সভাপত্বি করবেন গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস, শাইখুল মাশায়েখ, উস্তাযুল আছাতিযা আলহাজ্ব হাযরত মাওলানা মুফ্তি আব্দুর রউফ। চিতলমারীর দারুল উলুম মাদ্রাসা’র মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান এসব তথ্য জানিয়েছেন।


তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস, ঢাকার মাওলানা খোরশেদ আলম কাসেমী ও মাওলানা এবাদুর রহমান এবং ১৪ নভেম্বর গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক, সাতক্ষীরার মাওলানা আবু তলহা নূরী ও গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা মাহমুদুল হাসান খানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন তাশরিফ আনবেন।


আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান উক্ত মাহ্ফিলে যোগদান করে দোজাহানের কামিয়াবী হাসিলের আহবান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত