মোরেলগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:৩১ পিএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ২৬৪৮

মোরেলগঞ্জ উপজেলার জিউধরা, বারইখালী ও নিশানবাড়িয়া ইউনিয়নে গঠনতন্ত্র বর্হিভূত নবগঠিত ছাত্রলীগের কমিটি গঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

তিন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


সংবাদ সম্মেলনে জিউধরা ইউনিয়নের পক্ষে ছাত্রলীগ নেতা কামরুজ্জামান পল্টু খান বলেন, এ ইউনিয়ন কমিটির আহবায়ক ইমরান খান বিবাহিত ও সরকারি চাকুরীজীবি। যুগ্ম আহবায়ক রাজিব হাওলদার ও সদস্য আলামির খান বিবাহিত । আলামির খান এক সন্তানের জনক।

বারইখালী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম খান জানান, বর্তমান কমিটি বিলুপ্ত না করে ও কাউকে না জানিয়ে তাদের মনমত কমিটি গঠন করে। বারইখালী ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক তরিকুলের পিতা ৬ নং ওয়ার্ডের বিএনপি নেতা ।

সংবাদ সম্মেলনে নিশানবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান,মোটা অংকের অর্থের বিনিময়ে ছাত্রলীগের এসব কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিন ইউনিয়নের ৪৩ জন ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।


এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান টিটু জানান, গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত