মোরেলগঞ্জে উপকূলীয় শিশু-কিশোর সুরক্ষায় সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৩৯ পিএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ৬১৭

মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে পুটিখালী ইউনিয়নে উপকূলীয় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায় দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সুরক্ষিত পরিবেশে (ইপিকা) প্রকল্পের আওতায় পুটিখালী কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য শামিন জাহান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দ্যোগে ইউনিসেফ সহায়তায় ও রুপান্তরের বাস্তবায়নে আয়োজনে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রপান্তরের সেন্টার ম্যানেজার অনামিকা সমদ্দার।

শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সাথে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন। বক্তব্য রাখেন, ইপিকা প্রকল্পের প্রশিক্ষক গোলাম মোস্তফা ,আব্দুর রশিদ শেখ প্রমুখ।


মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত