বাগেরহাটে বিআরডিবি কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০৩ পিএম, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৩৮

বাগেরহাটে রাজস্ব খাত থেকে বেতনের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) এর কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলার সকল ইউসিসিএ-র সদস্যরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ইউসিসিএ লিঃ কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক মারুফ হোসেন, হাবিবুর রহমান হিরু, চাকলাদার আলী হোসেন, আল মামুন, তাছলিমা প্রমুখ।


বক্তারা বলেন, অবিলম্বে ইউসিসিএ কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন ভাতা প্রদান এবং ২০১২ সালে যারা চাকুরী শেষে অবসরে গিয়েছে তাদের সকল বকেয়া বেতন ভাতাসহ অবসরকালীন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত