মোল্লাহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৩০ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | ৩৭০

"এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি" এই শ্লোগানের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ (১৮-২৪ ডিসেম্বর) উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকার আয়োজনে বুধবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ বিভুতি মল্লিক, ডাঃ প্রিয়াঙ্কা মিত্র, ডাঃ ইমরান হোসেন, ডাঃ মোঃ আজিজুর রহমান ডাঃ ফাতেমা জানান মিতি, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, পরিসংখ্যানবিদ আবু তাহের প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত