বাগেরহাটে শীতের শুরুতে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

আপডেট : ১০:৪৬ পিএম, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২৪৬

বাগেরহাটে শীতের শুরুতে দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবেল কম্বল হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণ বিতরণ কারী প্রতিষ্ঠান আশা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের হাতে এ কম্বল তুলে দেন আশার উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো: গোলাম কিবরিয়া। এসময় জেলা প্রশাসক প্রতিকি হিসেবে কয়েকজন দুঃস্থ মানুষের গায়ে আশার প্রদান করা কম্বল জড়িয়ে দেন।


কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, আশার জেলা ব্যবস্থাপক মো. ওলিয়ার রহমান, কর্মকর্তা শেখ শাহাবুদ্দিন ইউসুফ, অরুপ চন্দ্র রানা, ইয়াছিন নুর, শ্যামলেন্দু বাড়ৈ, মোঃ শাহআলম শেখ প্রমুখ।

এদিন আশার নিজস্ব তহবিল থেকে ৪২০টি কম্বল হস্তান্তর করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব কম্বল হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন আশার জেলা ব্যবস্থাপক মো. ওলিয়ার রহমান। তিনি বলেন, বাগেরহাট জেলার অসহায় মানুষের জন্য আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত