বাগেরহাট হাসপাতালের সেবার মানোন্নয়নে সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:১৮ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | ২৪৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক), উদ্যোগে রবিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সেবার মানোন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট’র অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর আয়োজনে ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার। আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল আদনান রুমেল, ক্যামিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা মো: পারভেজ, ক্যাবের কামরুজ্জামান মুকুল, এসিজি সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ- সমন্বয়কারী, ফাতেমা আক্তার, সদস্য হাফিজা খাতুন, ইসরাফিল সরদার, ইয়েস দলনেতা সুমাইয়া আক্তার প্রমুখ।


সভায় বক্তাগণ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেলেও জনবল সংকটে কাঙ্খিত সেবাপ্রদান ব্যহত হচ্ছে। পরামর্শ সভায় পর্যাপ্ত হুইল চেয়ার ও ট্রলির ব্যবস্থা করা, রোগী ভর্তির সাথে সাথে বেডের ব্যবস্থা করা, সকল পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন করা, সেবাগ্রহীতাদের মোবাইল ফোন ও টাকা চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জরুরী প্রয়োজনে প্যাথলজি সেবা প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সভায় হাসপাতালের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার বলেন, জনবল সংকট থাকা স্বত্তেও আমরা সেবা দেয়ার চেষ্টা করছি। সেবাগ্রহীতাদের দ্রুত টিকেট পেতে ছয়টি টিকেট কাউন্টার চালু করা হয়েছে।

জনবল বৃদ্ধির প্রক্রিয়া চলমান। তিনি আরো বলেন, সেবা সম্পর্কিত যেকোন অভিযোগ থাকলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত