চিতলমারীতে অবহিতকরণ কর্মশালা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১০:০৩ পিএম, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ | ১৭৭

‘উপকূলের সংগ্রামে বহমান’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ‘ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল ১১ টায় চিতলমারী উপজেলা প্রশাসন সভাকক্ষে এ অবহিতকরণ কর্মশালা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, চিতলমারী ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রকল্প ম্যানেজার আনম ওয়াহেদ, কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের কোঅর্ডিনেটর সৈয়দ মাহবুবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি ও হিজলা ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবু সাহিন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন নেছা, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চণা দেবী বড়াল ঝর্ণা, বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার, সাংবাদিক সেলিম সুলতান সাগর, কোডেক ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন টেকনিক্যাল অফিসার মোঃ তরিকুল ইসলাম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ কামাল হোসেন, পিএমইএল অফিসার মোঃ জুল হোসেন, এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মোঃ মনির হোসেন ও উজ্জল কুমার দাস।


অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মোঃ রিয়াদ হোসেন। সভায় এ উপজেলায় আগামী পাঁচ ধরে চলা এ প্রকল্পের বিষয়ে বিস্তারিত বর্ণণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত