ফকিরহাটে পরিবহন উল্টে নৌবাহিনীর ৪সদস্যসহ  ১৩জন আহত

ফকিরহাট প্রতিনিধি।

আপডেট : ০৫:৫৪ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৮৮১

ফকিরহাট উপজেলার খুলনা-মংলা মহাসড়কে রোহান পরিবহন উল্টে নৌবাহিনীর ৪সদস্য সহ ১৩জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায় শ্যামবাগাত বাস স্ট্যান্ডের জয়জুট মিলের সামনে।

প্রত্যাদর্শীদের বরাত দিয়ে কাটাখালী হাইওয়ে থানার উপ-পলিশ পরিদর্শক মোঃ জামাল উদ্দিন শেখ ও মোঃ আফজাল হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, চট্রগ্রাম হতে মংলাগামী রোহান পরিবহনের (ঢাকা-ব-১৫-০৩৮২)একটি বাস বেপরোয়া গতিতে মংলা অভিমুখে যওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গাড়ীটি সম্পূর্ন দুমড়ে মুছড়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাগেরহাট ফায়ার সার্ভিস ও ফকিরহাট মডেল থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন আবুল বাসার (২৩), মোঃ জাহাংগীর আলম (২১), মোঃ মাসুদ শেখ (২৪) ও মোঃ ফরহাদ হোসেন। পুলিশ পরিবহনটি আটক করলেও চালক পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত