একটি বাড়ী একটি খামার প্রকল্পের অর্থ আত্মসাৎ

মোংলায় সাবেক সমন্বয়কারীসহ দু’জন বরখাস্ত

শেখ আহসানুল করিম

আপডেট : ১২:১০ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৫৬৮

সরকারের অগ্রাধিকার ভিত্তিক একটি বাড়ী একটি খামার প্রকল্পের অর্থ আত্মসাত প্রমাণিত হওয়ায় বাগেরহাটের মোংলা উপজেলার সাবেক সমন্বয়কারী জুলেখা বিবি ও কম্পিউটার অপারেটর অর্চণা গুপ্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাদের ৭ দিনের মধ্যে আত্মসাতকৃত টাকা ফেরৎ প্রদাণের নির্দেশ দিয়েছেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন। একটি বাড়ী একটি খামার প্রকল্পের পরিচালকের স্বাক্ষরিত এই আদেশের চিঠি আজ (মঙ্গলবার) মোংলায় এসে পৌঁছেছে।


একটি বাড়ী একটি খামার প্রকল্পের মোংলা উপজেলার বর্তমান সমন্বয়কারী মো. কামরুজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, প্রকল্পের মোংলা উপজেলার সাবেক সমন্বয়কারী জুলেখা বিবি ২০১১ সালের ১৯ নভেম্বর মোংলায় যোগদানের পর ২০১৭ সালের ৩১ জুলাই পর্যন্ত চাকরিকালীন সময়ে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। জুলেখা বিবি তার অফিসের কম্পিউটার অপারেটর অর্চণা গুপ্তার মাধ্যমে ৫৪টি সমিতির ৭ লাখ ৬৩ হাজার ৪২ টাকা রিসিটের মাধ্যমে মাঠ সহকারীদের দিয়ে আদায় করার পর তা আত্মসাৎ করেন। ওই কর্মকর্তা মোংলা থেকে বদলী হবার পর তদন্তে ৫৪টি সমিতি থেকে কিস্তির আদায়কৃত ৭ লাখ ৬৩ হাজার ৪২ টাকা দু’জন মিলে আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়।


একটি বাড়ী একটি খামার প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেনের স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, আত্মসাৎকৃত সমুদয় অর্থ ৭ দিনের মধ্যে ফেরৎ দিতে হবে। অন্যথায় অভিযুক্ত মোংলা উপজেলার সাবেক সমন্বয়কারী জুলেখা বিবি ও কম্পিউটার অপারেটর অর্চণা গুপ্তাকে ৭ দিন পর চাকরি থেকে স্বায়ী ভাবে বহিস্কার করা হবে। এছাড়া মোংলা উপজেলার সাবেক সমন্বয়কারী জুলেখার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের অনুমতিও প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত