কবিতা

বৃদ্ধাশ্রম

মীর আরজু পায়েল

আপডেট : ০৪:৪৩ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ | ৪৮৮

বৃদ্ধাশ্রম-bagerhat24.com

বাবা মায়ের ভালোবাসা একএিত করে,
জন্ম দিল সন্তানেরে এই ধরনীর পরে।
কতো যত্নে লালন পালন করে সন্তানেরে,
দুধে ভাতে থাকবে সন্তান সারা জীবন ধরে।
কখন কি বিপদ আসে,আসে রোগ বালাই,

বলা তো যায়না কভু আগে থাকতে ভাই।
জীবন থেকে স্বাদ আহ্লাদ বের করে দেয় সদা,
সন্তানের জন্য জমিয়ে রাখেন শুধুই টাকা।
ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি,
শুধু সন্তানেরই চাই,
বাবা মায়ের চাইনা কিছুই
চাই শুধু সন্তানের ভালো থাকাই।

সন্তান আমার বড় হবে,হবে অফিসার,
বসুন্ধরায় থাকবে জমি,বাড়ি,গাড়ি তার।
সুন্দরী বউ,নাতি নাত্নীতে পূর্ণ রবে ঘরে,
জীবন আমাদের কেটে যাবে আনন্দ উৎসবে।
মনের আশা সব থেকে যায় মনে,
আনন্দ উৎসব থাকেনা কভু,
বাবা মায়ের চাওয়া পাওয়া গুলো,
এক নিমিশে শেষ হয়ে যায় বৃদ্ধাশ্রমের ঘরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত