ভ্রাম্যমান আদালত

মোরেলগঞ্জে ২১ লক্ষ টাকার জাল আটক

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০১:৪৬ পিএম, রোববার, ১ অক্টোবর ২০১৭ | ১৩৫৮

অবৈধ জাল আটক

ইলিশ প্রজনন মৌসুমের প্রথম দিনে রোববার সকালে ভ্রাম্যমান আদালত মোরেলগঞ্জে উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২১ লক্ষ টাকার অবৈধ জাল আটক করেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো.আলমগীর হুসাইন ,উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী ও কোষ্ট গার্ডের কন্টিজেন্ট অফিসার মো.ফরিদ হাসান এর নেতৃত্বে একটি টিম বলেশ্বর ও পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল (আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা)আটক করে। আটককৃত অবৈধ জাল বিকেলে পুড়িয়ে ফেলা হবে বলে জানানো হয়।

উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী জানান, ইলিশ প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন হাট-বাজার ও নদীতে এ অভিযান চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত