ভান্ডারিয়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

আপডেট : ১২:০৫ এএম, শুক্রবার, ৩ মে ২০২৪ | ৫০

পিরোজপুরের ভান্ডারিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে টেকাব (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজন করেন ।ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মমিনুল হক বকাউল ও টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী প্রমুখ। এসময়ে প্রশিক্ষণার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেকাব এর ২ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন আইসিটি টেনিং ভ্যানে অনুষ্ঠিত হবে। এতে ২ ঘন্টাব্যাপী ৪ টি ব্যাচে উপজেলার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত