বাগেরহাটে ৪টি বাস জব্দ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২২ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ১৪৪১

বাগেরহাটে ৪টি যাত্রীবাহী বাস জব্দ ও চালকদের জরিমানা করেছে ভ্যাম্যমান আদালত। রবিবার দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের খান জাহান আলী মাজার সংলগ্ন মোড়ের সামনে থেকে এসব বাস জব্দ করা হয়। এসময় প্রত্যেক বাসের চালককে দুই হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিফাত উদ্দিন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিফাত উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট-খুলনা সড়কে চলা যাত্রীবাহী বাস ৪টির রেজিস্ট্রেশন, বীমাসহ কোন প্রকার বৈধ কাগজপত্র ছিল না। চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই। এ কারণে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাস গুলোকে থানা হেফাজতে রাখা হয়েছে। বাসের মালিকগন আমাদের কাছে বৈধ কাগজপত্র প্রেরণ করলে আমরা বাস গুলোকে ছেড়ে দিব।

তিনি আরও বলেন, তবে বাস ছাড়ার আগে বিআরটিএ, বাগেরহাট কর্তৃপরে কাছ থেকে কাগজপত্র গুলো আসলেই বৈধ এ মর্মে প্রত্যয়ন নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত