বাগেরহাটে আগুনে ছনের গাদা পুড়ে ছাঁই,৬ লাখ টাকার ক্ষতি

শেখ আহসানুল করিম

আপডেট : ১২:৫৯ পিএম, শুক্রবার, ৮ জুন ২০১৮ | ৭২৪

বাগেরহাটে পান বরাজে ব্যবহৃত ছনের (খড়) গাদায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নানঘাট এলাকায় ছনের গাদায় আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় ।


বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নান ঘাটে ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা সম্পূর্ন পুড়ে যায়।


ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, কে বা কারা সকালে পরিকল্পিত ভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরআগেও একই স্থানে ৫টি গাদায় পরিকল্পিত ভাবে আগুন লাগায় অজ্ঞাত সস্ত্রাসীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত