ফকিরহাটে সময়ের প্রেক্ষাপটে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০১:৪৬ পিএম, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮ | ৪৯২

শান্তি সহায়ক কমিটি (পি.এফ.জি ) ও দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর আয়োজনে এস.পি.এল প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে জেলার ফকিরহাট উপজেলায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এক অনন্য, অনবদ্য রাজনৈতিক সংস্কৃতির পথ চলা শুরু।

ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের হল রুমে ২৭ জুন বেলা ১১টায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ এর নেতৃবৃন্দের স্বতস্ফুর্ত অংশগ্রহনে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আচরণবিধি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে আচরণবিধি উপস্থাপন করেন পি.এফ.জি এর ফকিরহাট উপজেলার সমন্বয়কারী খান মাহামুদ আরিফুল হক।

এস.পি.এল প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর উত্তম কুমার দত্তের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার এস.এম হাবিবুর রহমান, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা বিএনপির সভাপতি শেখ শফিকুর রহমান টুকন, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, জাতীয়পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল, জাসদের সভাপতি শেখ সরোয়ার হোসেন প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনা অংশগ্রহন করেন, উপজেলা আঃলীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক যুগ্ম সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, উপজেলা আঃলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, দপ্তর সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, ইউনিয়ন আঃলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাকির হোসেন টুটুল, বিএনপির নেতা গোলাম মোস্তাফা, বিশিষ্ট ব্যাবসায়ী মুঃ নূরুজ্জামান মিয়া।

এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা শেষে স্ব স্ব দলের সভাপতি, সাধারণ সম্পাদকগন আচরণবিধিতে স্বাক্ষর করেন। ফকিরহাটের রাজনৈতিক দলগুলোর এই পথচলা বাগেরহাট জেলা তথা সারা বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে অংশগ্রহণকারীগন অভিমত ব্যাক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত