মোল্লাহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোল্লাহাট সংবাদদাতা

আপডেট : ০৫:১২ পিএম, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭ | ৬০৫

মোল্লাহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি-মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিয়ে নিরোধ দিবস-২০১৭ পালিত হয়েছে।

দিবসটি পালনের শুরুতে বৃহস্পতিবার সকাল ১০টায় বাল্য বিয়ে নিরোধ বিষয়ে উপজেলা পরিষদের সামনে সড়কে স্কুলের শিক্ষার্থী,শিক্ষক, জন-প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী বৃন্দের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শিশু দিবস পালনে বর্ণাঢ্য এক র‌্যালি গুরুত্ব পূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ, উপজেলা কৃষি অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহীল কাফী, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও মহিলা আ’লীগ সভাপতি আম্বিয়া জামান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত