মোংলায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আব্দুল খালেক এমপি

বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করে আসছে

মোংলা সংবাদদাতা

আপডেট : ১০:৩৯ পিএম, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭ | ১৩৬৭

মোংলায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

মোংলায় জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ মোংলা আঞ্চলিক শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক। পরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা বন্দরের শ্রমিকদের স্বার্থে বরাবরই কাজ করে আসছে শেখ হাসিনা সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়েছে। তিনি আরো বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই/থাকলেই মোংলা বন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়। এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে সরকার দ্রুত পদ্মা সেতু, মোংলাÑখুলনা রেল লাইন, খান জাহান আলী বিমান বন্দর, মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল, মোংলা অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন।

বর্ণাঢ্য র‌্যালী

জাতীয় শ্রমিক লীগ মোংলা আঞ্চলিক শাখার সভাপতি নুর উদ্দিন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, সাধারন সম্পাদক শেখ আল মামুন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক লীগ মোংলা আঞ্চলিক শাখার সদস্য সচিব এ এইচ মিলন শিকারী, যুগ্ম আহবায়ক মোঃ সেন্টু, মোঃ সেলিম, মাঝি মাল্লা ইউনিয়নের মীর হাশেম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক খোরশেদ আলম পল্টু। পরে বিকেলে রিমঝিম সিনেমা চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত