পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪শত ৪৫টি গভীর নলকূপ এর বরাদ্দ পত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৭:০২ পিএম, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮ | ৮৬৪

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ও ভিটাবাড়িয়া ইউনিয়নে ৪ শত ৪৫ টি পরিবারের মধ্যে নিরাপদ পানি সরবরাহ র্শীষ প্রকল্পের আওতায় গভীর নলকূপ প্রাপ্তিদের মাঝে বরাদ্দ পত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠানে বরাদ্দ পত্র বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রী, জাতীয় পার্টির (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হুমায়ুন কবির ,ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধরী।

এ সময় পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার বিজয়ী না হলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবেনা, তথা দক্ষিণাঞ্চলেরও আর উন্নয়ন হবেনা। এ কারণেরই শেখ হাসিনা সরকারকে আবারো নির্বাচিত করতে হবে।

এ ছাড়াও মন্ত্রী বিকেলে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ র্শীষ প্রকল্পের আওতায় গভীর নলকূপ প্রাপ্তিদের মাঝে বরাদ্ধ পত্র ও স্থানীয় অসহায় ব্যক্তিদের মাঝে সমাজ কল্যাণ অধিদপ্তরের অর্থের চেক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত