বাগেরহাটে সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০৯ পিএম, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৭৪৯

বাগেরহাট সদর হাসপাতালের সেবার মান উন্নয়নে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে শনিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। হাসপাতালের সভাকে সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সনাকের স্বাস্থ্যসেবা বিষয়ক উপ-কমিটির সদস্য বাবুল সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের স্বাস্থ্যসেবা বিষয়ক উপ-কমিটির আহবায়ক শেখ দেলোয়ার হোসেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সনাক সভাপতি(ভারপ্রাপ্ত) প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মশিউর রহমান, সিনিয়র স্টাফ নার্স মোসা. হাজেরা খাতুন, ওয়ার্ড মাষ্টার মোল্লা নজরুল ইসলাম, ইয়েস দলনেতা মো. রেজাউল মোল্লা, টিআইবি‘র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় হাসপাতালের সেবা সম্পর্কিত বিষয়ে সেবাগ্রহীতাদের মতামত ও সুপারিশসমূহ তুলে ধরা হয়। সুপারিশের আলোকে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।


সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শুধু বাগেরহাট সদর হাসপাতাল নয় সমগ্র জেলাতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। সেবাপ্রদানের ক্ষেত্রে আন্তরিকতার কোন অভাব নেই। তবে সুখবর হলো খুব শীঘ্রই বাগেরহাট সদর হাসপাতালে চার জন কনসালটেন্ট চিকিৎসকের পদায়ন হবে। এ ছাড়া অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমúেøক্স গুলোতে আরো দশজন মেডিকেল অফিসার যোগদান করবে। এ ছাড়া নতুন ভবনে কার্যক্রম শুরু হলে সেবাপ্রদান আরো সহজ হবে। বর্তমানে দর্শনার্থী নিয়ন্ত্রণ একটি বড় সমস্যা। দর্শনার্থী নিয়ন্ত্রণে সনাকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত