কচুয়ায় ৭৬৫ চাষীকে বীজ-সার বিতরণ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:০৬ পিএম, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮ | ৭৩৮

কচুয়ায় সরকারের প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে রবি-২০১৮-১৯ মৌসুমে শস্য আবাদের জন্য ৭৬৫ জন চাষীকে বিভিন্ন ধরণের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমিন ফারহানার সভাপতিত্বে বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম মাহাফুজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, , উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা সরোয়ার।

সমির বরণ পাইকের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী এদবর।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,যুব উন্নয়ণ অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ন- সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,শেখ নাসির উদ্দিন, তাসলিমা বেগম, মকবুল হোসেন,পংকজ চন্দ্র অধিকারি প্রমূখ।


উল্লেখ্য ৭৬৫ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত