বাগেরহাটে ফায়ার সার্ভিসের গনসংযোগ ও মহড়া

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০৫ পিএম, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮ | ৫৮৫

সাধারন মানুষের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত এবং বিভিন্ন কলাকৌশল সর্ম্পকে ধারনা দেয়ার জন্য বাগেরহাট জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে শহরের বস্তিতে নির্বাচনকালিন গনসংযোগ মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাগেরহাট পৌর শহরের রেল বস্তি কলনীতে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দেখানো হয়, বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কি ভাবে দ্রুত উদ্ধার ও কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগে কি কৌশল ব্যবহার করা দরকার যাতে জান-মালের ক্ষতি থেকে রেহাই পাওয়ার ধারনা দেয়া হয় এ মহড়ায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো. মাসুদ সরদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, নির্বাচনকালিন সময়ে প্রত্যেক সপ্তাহে আমাদের গনসংযোগ মহড়া অনুশীলন অনুষ্ঠিত হবে। যাতে জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত